![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলাদেশ চিত্র ডেস্ক ::
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা আপটাউনের ২০২৪ কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। গত রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ২০২৩ মেয়াদের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কাজী ফাহাদ।
মো. ফয়জুন্নুর আখন রাসেল জেসিআই ঢাকা আপটাউনের ২০২৪ কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। তাকে শপথবাক্য পাঠ করান ২০২৩ মেয়াদের লোকাল প্রেসিডেন্ট রাইসা নাসের খান। এরপর বোর্ডে নতুন দায়িত্বপ্রাপ্ত সকলকে শপথবাক্য পাঠ করান- লোকাল প্রেসিডেন্ট ২০২৪ মো. ফয়জুন্নুর আখন রাসেল।
বোর্ডে ২০২৪ মেয়াদের অন্যান্য নির্বাচিতরা হলেন- ইমিডিয়েট লোকাল প্রেসিডেন্ট রাইসা নাসের খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নকিবুল হক, ভাইস প্রেসিডেন্ট রায়হান উদ্দিন , সেক্রেটারি জেনারেল হাসিন বিন হানিফ, ট্রেজারার ফাবলিহা প্রথম, জেনারেল লিগাল কাউন্সিল সাদিয়া শাহনূর, ওরিন ট্রেনিং কমিশনার মাশিয়াত নূর ও ডিরেক্টর শামস ই তাবরিজজামান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া, ন্যাশনাল ডেপুটি প্রেসিডেন্ট ইমরান কাদির, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট স্টিভ বেনেডিক্ট ডি’সিলভা, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, ন্যাশনাল পাবলিকেশন কমিটি চেয়ারপারসন তাহা ইয়াসিন রমজান, ন্যাশনাল কর্পোরেট পার্টনারশিপ কমিটি চেয়ারপারসন এস এম. মুকতাদিউল হক ও ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাফকাত হোসেন প্রমূখ।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা দুই লাখের বেশি। বাংলাদেশে জেসিআইয়ের প্রায় ৪০টি লোকাল চ্যাপ্টার কাজ করছে যার মধ্যে জেসিআই ঢাকা আপটাউন অন্যতম।