চাঁদপুর-২ থেকে নৌকা পেলেন জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

বাংলাদেশ চিত্র ডেস্ক

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম নৌকা প্রতীক পেয়েছেন। আজ ২৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় অন্যান্য আসনের সাথে চাঁদপুর-২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন তিনি।

চাঁদপুর -২ আসনের প্রার্থী ঘোষণার খবর পেয়ে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার নেতাকর্মীরা নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

Share This Article