নোয়াখালীর বেগমগঞ্জে বুদ্ধিজীবিদের স্নরনে আলোচনা সভা ও ফুলেল শ্রদ্ধা 

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বেগমগঞ্জ উপজেলার আলোচনা সভা ও ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কক্ষে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম এর উপস্থাপনায় নির্বাহি অফিসার মহিনুল হাসান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, বেগমগঞ্জ ভুমি কমিশনার আসিফ আল জিনাত, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

এই সময় অতিথিরা বক্তব্যে বলেন, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সেই সাথে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদ পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এর আগে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বেগমগঞ্জ মডেল থানা, চৌমুহনী পৌরসভা ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বেগমগঞ্জের চৌরাস্তা একাত্তরের বদ্ধভুমিতে ফুল দিয়ে  বুদ্ধিজীবিদের স্নরনে শ্রদ্ধানিবেদন করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভির চৌধুরী, উপজেলা সিনিয়র প্রকল্প বাস্তবায়ন অফিসার আহম্মদ উল্লাহ সবুজ, 

সিনিয়র মৎস কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মো. হাফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মো. মোহতাছিম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, সমাজ সেবা অফিসার নাসেররুল্লা আল মাহমুদ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাঙালি, বীরমুক্তি যোদ্ধা তপন মজুমদার, আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম সহ আরো অনেকে। 

Share This Article