ফাহিম আল হাসান, গবি প্রতিনিধি:
জরিমানা বাতিল, স্বাস্থ্যবীমা এবং শিক্ষাবৃত্তি নিশ্চিতকরণসহ ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
জানা যায়, সর্বশেষ অক্টোবর-২৩ সেশনের ফি নির্ধারিত সময়ে জমা দিতে না পারায় অনেক শিক্ষার্থীর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সময়মতো ফি দিয়েও অনেকের জরিমানা ধরা হয়েছে।
এ প্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবি, এই সেমিস্টার সহ সকল অযৌক্তিক এবং অনিয়ন্ত্রিত জরিমানা বাতিল করতে হবে। পাশাপাশি জরিমানা হিসেবে কেটে নেওয়া সেমিস্টার ফি সমন্বয় করতে হবে৷ বিশেষ বিবেচনায় পরীক্ষার অনুমতি প্রাপ্ত শিক্ষার্থীদের জরিমানা কমাতে হবে৷ জরিমানার কারণে শিক্ষাবৃত্তি আটকানো যাবেনা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করতে হবে।
আন্দোলনের এক পর্যায়ে সেখানে উপস্থিত হোন গবির ডিনস’ কমিটির সভাপতি অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান এবং প্রক্টরিয়াল বডির সদস্য সিনিয়র সহকারী অধ্যাপক ড. মোঃ ফুয়াদ হোসেন, সহকারী অধ্যাপক শারমিন হক ও সিনিয়র প্রভাষক ড. মোঃ আলী আজম খান। তারা শিক্ষার্থীদের প্রশাসনের সাথে আলোচনার আশ্বাস দেন।
পরবর্তীতে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন। তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।