
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীর পাবলিক হল শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনসারির পরিচালনায় ভারপ্রাপ্ত সভাপতি শামছুল হল সামছুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ৩ আসিনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ কিরন।
অতিথিরা বক্তব্যে বলেন, পৃথিবীতে অনেক জাতিগোষ্ঠী স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। কিন্তু ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস অন্য কোনো জাতির নেই। একমাত্র বাঙালি জাতি মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে। এ ভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠা করাই হোক আমাদের একুশের অঙ্গীকার।
এইসময় সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা কর্মী সহ আওয়ামী মহিলা লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এইসময় আরো উপস্থিত ছিলেন, চৌমুহনী পৌরসভার মেয়র আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেসমিন আক্তার, আওয়ামী লীগের সহ সভাপতি শফিউল আজম পিন্টু, সদস্য আবদুল গফুর সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।