
রাজশাহীর পুঠিয়াতে পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগের আওতায় উপজেলার প্রায় ২৫ জন নারীকে ১দিনের দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৩০শে আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য জি এম হিরা বাচ্চু। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুঠিয়ায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কে এম গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারীর অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। তিনি আরও বলেন, এখন নারীদের বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ হচ্ছে। তাই আমাদের নারীদের যোগ্য করে গড়ে তুলতে এরকম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা জানান, পল্লী উন্নয়ন অফিস থেকে প্রতি মাসেই আমরা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করি। আমাদের লক্ষ্য তারা এই প্রশিক্ষণ এর মাধ্যমে আরও বেশি জানবে এবং বাস্তব জীবনে তা প্রয়োগের মধ্যে দিয়ে উন্নত জীবন যাপন করবে।