নান্দাইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২ এপ্রিল ) উপজেলার প্রশাসনিক হল রুমে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উক্ত ইফতার মাহফিলে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল নেওয়াজ ভুইয়া ফরিদের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী নাজিমউল্লাহ লিটন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুক,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন নান্দাইল পৌর আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী ভূঁইয়া, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক কাউন্সিলর শাহ আলম হেলিম মাহিন,সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সহ প্রমুখ। ইফতার পূর্বক প্রয়াত সকল শিক্ষকগণের বিদেহী আত্নার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিবেশন করা হয়।মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক জাকারিয়া।

উক্ত ইফতার ও আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দ রাজনৈতিক ও এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share This Article