ফেনীতে কালবৈশাখী ঝড় ও রেকর্ড বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফেনীতে কাল বৈশাখী ঝড় ও রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখী ঝড় হয়। এতে গাছ উপড়ে পড়ে সড়ক-মহাসড়কের যান চলাচল ব্যহত হয়ে পড়ে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া-মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোস্তফা কামাল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করেছে। অল্প সময়ের মধ্যেই সড়কে উপড়ে পড়া গাছ অপসারণ করা হয়। প্রায় ঘন্টা খানেক ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। তবে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, সড়কে গাছ পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সড়ক থেকে গাছ অপসারণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সহযোগিতা করেছে।

এদিকে কালবৈশাখীর তান্ডবে দুপুর থেকে টানা সাড়ে সাত ঘণ্টার বেশি সময় ধরে ফেনী শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফেনী জেলা আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, সোমবার চলতি বছরের মধ্যে জেলায় সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে গত কয়েক দিনের গরমের পর বৃষ্টিতে জনজীবনে স্বস্তি দেখা যায়। তবে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, একাডেমী, পাঠান বাড়ী এলাকাসহ পৌরসভার কয়েকটি ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর তাৎক্ষণিক নির্দেশনায় পানি অপসারণে নেমে পড়েন পরিচ্ছন্নতাকর্মীরা। ড্রেন পরিস্কার করার পর পরই দ্রæত পানি নেমে গেলে স্বস্তি দেখা দেয়।

Share This Article