বাবার ভোট দিতে এসে ছেলে গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র ডেস্ক

টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাচনে বাবা আব্দুল কাদের মিয়ার ভোট দিতে এসে নাজমুল (১৪) নামের এক কিশোর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের সুবকচনা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এছাড়া উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের শোলাকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনারস প্রতীকের সমর্থক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন- সিরাজুল (৩০), ইমন (২০), নার্গিস (৪৫)।

সুবকচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, আজ দুপুরে বাবার ভোট ছেলে দিতে আসলে কেন্দ্রের দোয়াত-কলম প্রতীকের এজেন্টের সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে সে স্বীকার করে জালভোট দিতে এসেছে। পরে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন তাকে আটক করে। প্রিজাইডিং অফিসার আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নিবে।

Share This Article