কিশোরগঞ্জের ৩টি উপজেলায় যারা বিজয়ী হয়েছেন

বাংলাদেশ চিত্র ডেস্ক

প্রথম ধাপে কিশোরগঞ্জে তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলাগুলো হলো কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের পরই গণনা শুরু হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং অফিসারগণ। সহকারী রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত নির্বাচনের ফলাফল নিম্নরূপ:

কিশোরগঞ্জ সদর উপজেলা: কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন (মোটরসাইকেল প্রতীক)। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মামুন আল মাসুদ খান (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ৪২ হাজার ১৫৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রিফাত উদ্দিন আহমেদ বচন (উড়োজাহাজ প্রতীক)। তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান কবীর (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৮৩০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোছাঃ মাছুমা আক্তার (হাঁস প্রতীক)। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসলিমা সুইটি (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ৫৭৪ ভোট।

পাকুন্দিয়া উপজেলা: পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি মতাদর্শী এমদাদুল হক জুটন (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ২৮ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রেনু (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২৭ হাজার ৭৯১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এ. কে. এম. ফজলুল হক বাচ্চু (তালা প্রতীক)। তিনি পেয়েছেন ২৬ হাজার ২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান সোহাগ (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ২৩ হাজার ১৮৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শামসুন্নাহার বেগম (কলস প্রতীক)। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. ললিতা বেগম (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ১৮৩ ভোট।

হোসেনপুর উপজেলা: হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ২৮৬ ভোট।ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. আল আমিন (টিউবওয়েল প্রতীক)।

তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফি উদ্দিন সরকার বাচ্চু (চশমা প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৯১২ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ছাবিয়া পারভীন জেনি (কলস প্রতীক)। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৫২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা আক্তার (হাঁস প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট।

 

Share This Article