খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
১৬ই মে (বৃহস্পতিবার) সকালে ভেটেরিনারি অনুষদের ‘ওরিয়েন্টেশন কোওর্ডিনেশন কমিটি-২০২৪’ এর আয়োজনে একাডেমিক ভবন-১ এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর সারওয়ার আকরাম আজিজের সভাপতিত্বে ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম চৌধুরী।
জানা যায়, এ বছর ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ১ম ব্যাচে (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ২৩ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। সার্বিক দায়িত্বে ইন্টার্নশিপ পরিচালনা সেলে রয়েছেন ৫ জন ও সুপারভিশনে রয়েছেন ২৩ জন শিক্ষক। ইন্টার্নশিপ প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে আছেন এনিম্যাল নিট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: তসলিম হোসেন।
মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: সালাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠ করা হয়। পরবর্তীতে ইন্টার্ন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, “স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি বিনির্মাণে ভেটেরিনারি পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাণিসম্পদে উন্নতি ঘটাতে এর বিকল্প নেই। তাই সকল ইন্টার্ন শিক্ষার্থীকে পর্যাপ্ত জ্ঞান অর্জনের দ্বারা নিজেকে একজন দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন।”
সভাপতি প্রফেসর সারওয়ার আকরাম আজিজ বলেন, “শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বৃদ্ধি করার জন্য ইন্টার্নশিপ একটি ভালো সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের সাথে মাঠ পর্যায়ের জ্ঞান-কে সমন্বয় করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে।” পরিশেষে, সকলের সার্বিক সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত নবীন ইন্টার্ন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাধারণ শিক্ষকদের মধ্যে নানাবিধ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন করেন ড. মোহাম্মদ আশিকুল আলম ও ডা. মো: শহিদুল ইসলাম।
উক্ত প্রোগ্রামে লজিস্টিক সার্বিক সহায়তা প্রদান করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও দ্যা একমি ল্যাবরেটরিস। স্কয়ার ও একমি থেকে প্রতিনিধি হিসেবে যথাক্রমে ডা. মোঃ তানভীর ও ডা. মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইন্টার্নশিপ প্রোগ্রামে প্রাথমিক পর্যায়ে আর আর পি এগ্রো ফার্ম, মিল্ক ভিটা, বঙ্গবন্ধু একাডেমি ফর পোভার্টি এলিভেশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট সহ দেশের ২৭ টি স্থানে পরবর্তী ১২ মাস পর্যন্ত চলমান থাকবে।
আ/বি