সালথা উপজেলা পরিষদ নির্বাচন: ওয়াদুদ মাতুব্বরের পক্ষে বিভিন্নস্থানে নির্বাচনী পথসভা

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াদুদ মাতুব্বরের পক্ষে বিভিন্নস্থানে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে উপজেলা গট্টি, রামকান্তপুর ও যদুনন্দী ইউনিয়নের বিভিন্নস্থানে এই পথসভা অনুষ্ঠিত হয়।এসময় ভোটারদের কাছে ওয়াদুদ মাতুব্বরের আনারস মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দীক, কামাল বিশ্বাস, ইব্রাহিম হোসেন সহ আরো অনেকে।

এছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজারে ওয়াদুদ মাতুব্বরের সমর্থকরা লিফলেট বিতরণ করে আনারস মার্কায় ভোট কামনা করেন।

Share This Article