সাংবাদিকের উপর হামলা,মোবাইল প্রেস কার্ড ছিনিয়ে নিলেন আবির- থানায় মামলা

বাংলাদেশ চিত্র ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা স্বীকার হয়েছেন বেলকুচি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার বেলকুচি প্রতিনিধি আবু মুছা।

এসময় সাংবাদিকের উপর হামলা করেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপির ব্যাক্তিগত সহকারী (পিএ) সেলিম সরকারের সহোদর আলামিন ওরফে বাঘা বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তার সহোদর আব্দুল মান্নান এবং তাদের সহযোগি শাকিব খন্দকার , হাফিজুর ও শাকিল শেখসহ ২০-২২ জনের বিরুদ্ধ সাংবাদিক আবু মুছা বাদি হয়ে মামলা করেন। পৌর এলাকার গাড়ামাসী গ্রামের মৃত সেন্টুর ছেলে আবির, সাংবাদিকের মোবাইল ফোন ও প্রেস কার্ড ছিনিয়ে নিয়ে যান।

এসময় তারা স্থানীয় সংসদ সদস্যের বাড়ি থেকে ফোন ও প্রেস কার্ড নিয়ে আসার কথা বলে চলে যান। রাতেই নব নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম ওই ফোন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের কাছে জমা দিলেও প্রেস কার্ডটি এখনও জমা দেননি।

এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।গত ১৬ মে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার আলহাজ্ব নূতনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সাংবাদিক বলেন, সোহাগপুর নূতন পাড়া এ এস উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে তদন্তের জন্য শিক্ষা বোর্ড থেকে প্রতিনিধি আসলে তথ্য সংগ্রহের জন্য যায়।

বোর্ড প্রতিনিধিদের তদন্ত শেষে বিদ্যালয়ে মাঠে অবস্থান করাঅবস্থায় হঠাৎ দেখতে পায় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুল হক রেজার উপর সন্ত্রাসী আবির সহ বেশ কয়েকজন তার উপর হামলা চালিয়েছে। হামলার বিষয়টি আমার পেশাগত কাছে ব্যবহার করা মুঠো ফোন দিয়ে ছবি তুলতে নিলে আবিরসহ বেশ কয়েকজন রাগানিত্ব হয়ে আমার মুঠো ফোন ও দৈনিক মানব জমিন পত্রিকার পরিচয় পত্র ছিনিয়ে নেই। এবং উপর্যুপরি তারা আমার শরীরে বিভিন্ন জায়গায় এলোপাথারি কিলঘুষি লাথি মারে।স্থানীয় ও আমার সহকর্মীরা আমাকে ওখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

Share This Article