ডিমলায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বাংলাদেশ চিত্র ডেস্ক

নীলফামারীর ডিমলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমার সভাপত্বিতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার আলী।

মেলায় প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার তার বক্তব্যের একপর্যায়ে বলেন, স্বৈরশাসক ও জিয়াউর রহমানের শাসন আমলে গ্রাম সরকারদের ধান ক্রয়ের জন্য টাকা দেয়া হয়েছিল। কিন্তু সে ধানের টাকার আজ পর্যন্ত সরকারি কোষাগারে আসেনি। শেখ হাসিনা সরকারের জবাবদিহিতা আছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি, ইউএনও এমনকি একজন কেরানি, পিয়নেরও জবাবদিহিতা আছে। আমরা সবাই জবাবদিহিতার মধ্যে আছি।

২০২৩-২৪ অর্থবছরে “কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প” -এর আওতায় তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ২০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। এর আগে র‌্যালি করে মেলার কার্যক্রম শুরু হয়।

Share This Article