ভোট দিতে এসে স্ট্রোকে ভোটারের মৃত্যু

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরে বড়ই চারা সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে স্ট্রোক করে ইউসুফ মন্ডল (৬২) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মন্ডল নবাবপুরের চরদক্ষিণবাড়ীর হানু মন্ডলের ছেলে।

ভোটকেন্দ্রের ইনচার্জ এএসআই আব্দুর রহমান বলেন, ‘ভোট দিতে এসে হঠাৎ ভোটের মাঠে অসুস্থ হয়ে পড়েন ইউসুফ মন্ডল। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান। স্থানীয় মোতালেব মিয়া জানান, ‘ইউসুফ মন্ডল ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ভোট দিতে এসে স্ট্রোক করে কেন্দ্রে মারা যান।

জানা গেছে, এই কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৪৯০ জন। বালিয়াকান্দিতে ২ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share This Article