কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানে হলো নির্বাচনী সরঞ্জাম

বাংলাদেশ চিত্র ডেস্ক

আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে কাপ্তাই উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করছেন।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, উপজেলার ৫ টি ইউনিয়নে ২৪ টি ভোট কেন্দ্রে ১ শত ৩৬ টি বুথে সর্বমোট ৪৯ হাজার ৫ শত ২৮ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে মহিলা ভোটার ২৩ হাজার ৫ শত জন ও পুরুষ ভোটার ২৬ হাজার ২৮ জন। এবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং সহকারী পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন মোট ৪ শত ৫০জন।

আজ সোমবার(২০ মে) সকাল সাড়ে ১০ টা হতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো মহিউদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার হতে ভোটগ্রহন কর্মকর্তারা নির্বাচনি সরঞ্জামাদী নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে রওনা দিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো মহিউদ্দিন বলেন, উপজেলা সদর হতে নিকটবর্তী হওয়ায় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৪ টি কেন্দ্র এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের দিন ভোরে নির্বাচনী সরঞ্জামাদী পাঠানো হবে।

প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল দিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করবেন।

Share This Article