আকস্মিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সবাইকে চমকে দিলেন এমপি রশীদুজ্জামান

বাংলাদেশ চিত্র ডেস্ক

কোন মিটিং, সভা সেমিনার কিংবা ছিল না কোন মতবিনিময়, পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক ভাবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সবাইকে চমকে দিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

তিনি গতকাল রোববার সকাল সাড়ে ১০টার সময় কাউকে না জানিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন এবং একটানা তিনি দুপুর পৌনে ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। একজন সংসদ সদস্যকে এভাবে আকস্মিক হাসপাতালে দেখে বিষ্মিত হন সবাই।‌ এতে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা বিড়ম্বনায় পড়ে যান। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা, হাসপাতালের সমস্যা এবং চিকিৎসা সেবার মান নিজ চোখে দেখতে এমন আকস্মিক পরিদর্শন করেন তৃণমূল পর্যায়ের জনপ্রিয় জননেতা সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। আকস্মিক পরিদর্শন করেই প্রথমেই তিনি হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এরপর তিনি প্রসূতি বিভাগে ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলে তাদের এবং তাদের নবজাতক শিশুদের ও গর্ভবতী নারীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

পরবর্তীতে তিনি জরুরী এবং বহিঃ বিভাগে চিকিৎসা নিতে আসা কোন মানুষ হয়রানী কিংবা চিকিৎসা সেবা থেকে বিরত হচ্ছে কি না সে ব্যাপারে তিনি হাসপাতালে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন। চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করার পর তিনি অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন।

এ ছাড়াও হাসপাতালের প্রতিটি বাথরুম সহ হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন তিনি ।রোগীদের পাশাপাশি হাসপাতালে কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারী, স্বাস্থ্যকর্মী (নার্স) ও চিকিৎসকদের সাথে কথা বলে হাসপাতালের সমস্যা এবং করণীয় সম্পর্কে ধারণা নেন। এরপর তিনি হাসপাতালের রোগীদের মাঝে মানসম্মত খাবার সরবরাহ হচ্ছে কি না সেটি নিশ্চিত হতে কিচেন পরিদর্শন করেন।

এরপর তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা থেকে এলাকার কোন মানুষ যাতে বিরত না হয়, বেসরকারি প্রতিষ্ঠানের ব্যয়বহুল চিকিৎসাকে নিরুৎসাহিত করতে চিকিৎসা সেবার মান বৃদ্ধি, দালালদের দৌরাত্ব বন্ধ করা, নরমাল ডেলিভারী নিশ্চিত করা, প্যাথলজি বিভাগ স্বচল রাখা ও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সরকারিভাবে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিকনির্দেশনা প্রদান করেন এমপি রশীদুজ্জামান।

সংসদ সদস্যের এমন আকস্মিক পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ জহুরুল হক, ডাঃ ফরহাদ হোসেন, যুবলীগনেতা পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়।

Share This Article