![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন। নির্বাচনে চেয়ারম্যান পদে সদ্য পদত্যাগকারী পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান টেলিফোন প্রতীক নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, কুশল বিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ, উঠান বৈঠকসহ বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে উপজেলার হেলেঞ্চা, বানা, বেড়িরহাট বাজারসহ দিনব্যাপী উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার, পাড়া মহল্লাসহ বিভিন্ন স্থানে টেলিফোন প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এবিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মিজানুর রহমান বলেন, তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে স্মার্ট ও আধুনিক এবং আর্দশ উপজেলা গড়ে তুলবেন। সকলের পরামর্শক্রমে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তার কার্যকলাপ পরিচালনা করবেন বলে তিনি ভোটারদের আশ্বাস দেন। তিনি আরও বলেন, জনগণের শাসক না হয়ে সেবক হিসেবে থাকতে চাই।