মাদারীপুর শহরের ডিসি ব্রীজ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অন্তত আহত ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে পুলিশের টিয়ারসেল নিক্ষেপ করে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় রিক্সার সাথে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ২ নং শকুনি ও কলেজ রোডের কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল- সুরকি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এক ঘন্টার বেশি সময় জুড়ে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহউদ্দিন বলেন, শহরের ডিসি ব্রিজ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।