১৮ ঘণ্টা পর খুলে দেওয়া হলো বঙ্গবন্ধু টানেল

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঘূর্ণিঝড় রেমালের কারণে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১৮ ঘণ্টা পর চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যান চলাচলের জন্য সোমবার (২৭মে) বেলা ১১টায় খুলে দেওয়া হয় ।

যান চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (টোল, ট্রাফিক ও ইএমই) মো. নজরুল ইসলাম। তিনি জানান ঘূর্ণিঝড় রেমালের কারণে টানেলে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঝড়-জলোচ্ছ্বাসে যাতে টানেলের ভেতরে পানি ঢুকতে না পারে সে জন্য টানেলের ফ্লাড গেট আটকে দেওয়া হয়েছিল। খুলে দেওয়া হলেও টানেলে গাড়ি চলাচল করছে কম।

এর আগে ঘূর্ণিঝড় রেমালের কারণে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বন্ধ রাখার কথা জানিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। গতকাল দুপুরে সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান তিনি।

Share This Article