চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দেশীয় মদসহ দুই বোন আটক 

বাংলাদেশ চিত্র ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে দেশীয় তৈরী ৫০ লিটার চোলাই মদ সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা আপন দুই বোন বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।

ওসি আরোও জানান,গতকাল বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মকবুল হোসেন, সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা সাকিনস্থ বাঙ্গালহালিয়া টু চন্দ্রঘোনা ফেরীঘাটগামী পাঁকা রাস্তা সংলগ্ন শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম এর সামনে হতে তাদেরকে আটক করেন। এসময় শরীরে স্কচটেপ টিয়ে বিশেষ কায়দায় বাধা থাকা অবস্থায় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে  ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন  লাভলী বেগম(২৯) ও ছোট বোন মোছা: মুন্নি বেগম(১৬)। তাঁরা উভয়ই বান্দরবান জেলার আলিকদম উপজেলার নয়াপাড়ার ৬ নং ওয়ার্ডের আবুল কালামের কন্যা।

ওসি আরো বলেন,আটকের সময় লাভলী বেগম এর সাথে ১১ মাস বয়সের ছেলে সন্তান মোঃ তাহেরকে মানবিক কারনে মায়ের সাথে নিয়ে আসা হয়। মোছাঃ মুন্নি বেগম(১৬) কে ও আসামী করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু করে শুক্রবার  (৩১ মে) রাঙামাটি  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share This Article