বগুড়ায় পারিবারিক কলহে স্ত্রী সন্তানকে হত্যা,স্বামী আটক

বাংলাদেশ চিত্র ডেস্ক

বগুড়া শহরের বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি কক্ষে দাম্পত্য কলহের জেরে মা ও তার ১১ মাস বয়সী ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী আজিজুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে থানায় ফোন দিয়ে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানায় হোটেল কর্তৃপক্ষ।

নিহত নারীর নাম আশামণি ও তার ছেলের নাম আব্দুল্লাহ আল রাফি। তার পিতার বাড়ী বগুড়া শহরের নারুলীতে। ঘাতক স্বামী আজিজুল হক বগুড়ার ধুনুট উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনী হিসেবে কর্মরত আছেন।

পরিবার সূত্রে জানা যায়, আজিজুল দুই মাসের ছুটিতে বগুড়ায় আসেন। ছুটি শেষ করে শনিবার চট্টগ্রাম ফিরে যাবেন। তিনি দুই পরিবারকে জানিয়েছেন তার স্ত্রী ও সন্তানকে সাতমাথা থেকে নারুলীতে তার বাবার বাড়িতে পাঠিয়েছেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, আজিজুল হক নাম পরিচয় গোপন করে শুভেচ্ছা হোটেল ওঠেন। তিনি রংপুরের পীরগঞ্জের ঠিকানা দেন।
গোয়ান্দা সূত্রে জানা যায়, আজিজুল তার ছেলে সন্তানকে গলা কেটে মাথা নিয়ে করতোয়া নদীতে ফেলে দেন। সেটি উদ্ধারের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে নদীতে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আজিজুল তার স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা করেছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। গতকাল রাতের কোনো এক সময় মা ও তার শিশু ছেলেকে হত্যা করা হয়েছে।

Share This Article