জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর:
ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো জামালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০১জুন) সকালে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব জাকিয়া পারভীন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্যের ময়মনসিংহ বিভাগের পরিচালক অধ্যাপক ডা: মাজহারুল ইসলাম, জামালপুরের সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফজলুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার সহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সেবা প্রদানকারী স্বাস্থ্য সহকারীগণ।

জানা যায়, জামালপুর জেলায় এ বছর ৩ লাখ ৩৬ হাজার ৮১৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ৩৭ হাজার ৪৩১ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৯৯ হাজার ৩৮৪ জন। জেলার ৬৭ টি ইউনিয়নে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

Share This Article