উখিয়ার ৬ জন উপজেলা চেয়ারম্যানের মধ্যে ৫ জনই হলেন রাজাপালং ইউনিয়নের বাসিন্দা!

বাংলাদেশ চিত্র ডেস্ক

ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন গত ২৯ মে উখিয়ায় সম্পন্ন হয়েছে। সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন  উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। তার আগে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরো ৫ জন। তৎ মধ্যে রয়েছেন তার পিতা ও চাচা। উখিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত ৬ জন চেয়ারম্যান মধ্যে ৫ জনেরই বাড়ী রাজাপালং ইউনিয়নে। অপরজনের বাড়ি হলদিয়া পালং ইউনিয়নে।

উপজেলা পরিষদ পথা চালু হওয়ার পর ১৯৮৬ সালে উখিয়া উপজেলা পরিষদের ১ম চেয়ারম্যান নির্বাচিত হন হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদুর হক চৌধুরী। এরপর যথাক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন রাজাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  নুরুল ইসলাম চৌধুরী (ঠান্ডা মিয়া চৌধুরী) , কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি  এডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সর্বশেষ চেয়ারম্যান নির্বাচিত হন রাজাপালং পালং ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

নির্বাচিত এই ৬ জনের মধ্যে ৫ জনের বাড়িই রাজাপালং ইউনিয়নে, একজনের বাড়ি হলদিয়া পালং ইউনিয়নে। উখিয়া  উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে ২ ইউনিয়নের লোকজন নিজ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পাওয়ার সৌভাগ্য অর্জন করলেও রত্নাপালং ইউনিয়ন, জালিয়াপালং  ইউনিয়ন ও পালংখালী ইউনিয়নের লোকজন এখনো উপজেলা চেয়ারম্যান নিজ ইউনিয়নে পাওয়া থেকে বঞ্চিত রয়েছে।

নুরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও জাহাঙ্গীর কবির চৌধুরী একই পরিবারের সদস্য এবং এডভোকেট শাহজালাল চৌধুরী ও সরওয়ার জাহান চৌধুরী একই পরিবারের সদস্য। অর্থাৎ উখিয়ার ঐতিহ্যবাহী ২ বারের দখলে থেকে গেছে ৫ বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ।

উল্লেখ্যে, ইসিহাস পর্যালোচনায় দেখা যায় রাজাপালং ইউনিয়নের লোকজন ভিন্ন ইউনিয়নের  প্রার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের রয়েছে অনীহা।

 

Share This Article