
চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ইরফান নামে এক কলেজ ছাত্রের।
বুধবার (০৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর ২ নং গেইট এলাকায় উক্ত দুর্ঘটনা ঘটে বলে জানান ষোলশহর রেল স্টেশন মাস্টার জয়নাল আবেদীন।
তিনি বলেন, সকাল পৌনে ৮ টার দিকে চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করা শাটল ট্রেন ২ নম্বর গেট এলাকায় আসলে ইরফান নামে এক কলেজ ছাত্র ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত ইরফান নগরীর ওমরগণি এমইএস কলেজের ছাত্র। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং তার মরদেহ উদ্ধার চমেক হাসপাতালে নিয়ে যায়।