পোলিং এজেন্টসহ ৩ জনের কারাদণ্ড

বাংলাদেশ চিত্র ডেস্ক

ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সময় অবৈধভাবে মোবাইল ফোন রাখা দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং এজেন্টসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জুন) একাধিক ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেয়া হয়।

জানা যায়, উপজেলার ছতুরপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে নিষেধ করার পরও মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে পোলিং এজেন্ট হারুন মিয়া (২৪) ও শাহানা বেগমকে (৫২) আটক করে পুলিশ। এ সময় দুজনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এছাড়া একই উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে কাউসার মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে ভোটার না হওয়া সত্ত্বেও প্রবেশের দায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এদিকে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Share This Article