টাঙ্গাইলের ঘাটাইলে ধনবাড়ি থেকে ছেড়ে আসা একটি বাস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, গাড়িতে থাকা ২৫ জন যাত্রীর মধ্যে ৭থেকে ৮ জন আহত হয়েছেন।
জানা যায়,আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় ( শাহপুর) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টির সময় শাহপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে বিষয়টি স্থানীয়রা ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করে। এরপর তারা ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ বিষয়ে ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।২০ থেকে ২৫ যাত্রী ছিল এর মধ্যে আহত হয়েছে ৭থেকে ৮ জন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।