হারতে বসা দক্ষিণ আফ্রিকাকে জেতালেন মিলার

বাংলাদেশ চিত্র ডেস্ক

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম নিয়ে সমালোচনা থামছেই না। এই স্টেডিয়ামের ড্রপইন উইকেট ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে উঠেছে। এই মাঠে এবার নেদারল্যান্ডসের দেয়া স্বল্প রান তাড়া করতে নেমে অঘটনের শিকার হতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের বীরত্বে কোনোমতে ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।

শনিবার (৮ জুন) নিউইয়র্কে নেদারল্যান্ডসকে উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিন আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপের মুখে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে মাত্র ১২ রানে ৪ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়।

Share This Article