কাপ্তাইয়ে ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল মাচাং ঘর

বাংলাদেশ চিত্র ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর এর প্রকল্পের (৫ম পর্যায়ে) দ্বিতীয় ধাপে কাপ্তাই উপজেলায় ৪০ টি পরিবারের মাঝে পাহাড়ি মাচাং ঘর হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ জুন) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন এর সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন,নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।

এতে কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, চেয়ারম্যান আকতার হোসেন মিলন, মংক্য মারমা,ওয়েশ্লিমং চৌধুরী, সাংবাদিক সহ জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন । মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া এই কাপ্তাই উপজেলাধীন ৩ টি ইউপি এলাকাধীন রাইখালী ১০ টি, নারানগিরি ১২ টি,চিৎমরমে ১৪ টি ও পেকুয়া ৪ টি সহ সর্বমোট ৪০ টি মাচাং ঘর হস্তান্তর করা হয়েছে।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আগত আমন্ত্রিত অতিথি ও সর্বস্তরের জনগণ ভিডিও কনফারেন্স মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঘর প্রদান অনুষ্ঠান উপভোগ করেন।

Share This Article