কাপ্তাইয়ে দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩০ জন এতিম, হতদরিদ্র, দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন ( অটল ছাপ্পান্ন)।

গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে কাপ্তাই জোনের প্রশিক্ষণ মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর (অটল ছাপ্পান্ন) ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফয়েজ আহমদ (পিএসসি)।

এসময় সেনাবাহিনী পক্ষ থেকে দেয়া ঈদ সামগ্রীর মধ্যে চাউল, আটা, চিনি, তেল, ডাল,লবণ, ও চাপাতা বিতরণ করা হয় । ঈদ সামগ্রী বিতরণ শেষে এতিম অসহায়দের সাথে কুশল বিনিময় করেন।

এসময় ভারপ্রাপ্ত জোন কমান্ডার জানান, সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় তিনি আসন্ন ঈদ’ উল আযহা’র অগ্রীম ঈদের শুভেচ্ছা জানান।

Share This Article