যশোর ভেটেরিনারি এসোসিয়েশনের ফ্রি ভেটেরিনারি ক্যাম্প

আবু হুরাইরা

গবি প্রতিনিধি:

ঈদুল আযহার পরবর্তী যশোরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত যশোর ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প।

বৃহস্পতিবার (২০ জুন) মণিরামপুরের নেহালপুর ঝাউতলাতে এ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

এ সময় ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেন, আমি ডাক্তার ও ভেটেরিনারি শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করি। তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকলে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের গবাদিপশু ও হাস – মুরগি পালনের দেশের অর্থনীতি ও সাথে মানুষের ব্যক্তিগত জীবনমান উন্নয়ন ঘটবে প্রান্তিক পর্যায়ে যেটা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ তৈরির স্বপ্নের একটি অংশ।”

এমন ফ্রিতে গ্রামের সাধারণ দরিদ্র পরিবারের গবাদিপশুর মাঝে ফ্রিতে ভেটেরিনারি ক্যাম্পে সকল কাজে ব্যক্তিগতভাবে সহায়তা করবেন বলেও আশ্বাস দেন তিনি।

সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ ও গণ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী ভেটেরিনারিয়ানগণ এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এ ক্যাম্পেইনের মাধ্যমে যশোরের নেহালপুর, কালিবাড়ি, দত্তকোণা, কাজিয়াড়া , বালিধা, পাঁচাকড়ি গ্রামের প্রায় ১০০ খামারীর ২৭৮ টি প্রাণী( গরু, ছাগল , হাঁস-মুরগি, পোষা পাখি,খরগোশের ) চিকিৎসা, ভ্যাক্সিনেশন, পরামর্শ সেবা দেওয়া হয়।

Share This Article