![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
খুলনার পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে বিনামূল্যে দেশী জাতের নারিকেলের চারা ও রোপা আমন (উফশি) ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এবং রেমালে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির বাস্তবায়নের আওতায় বিনামূল্যে নারিকেলের চারা ও রোপা আমন (উফশি) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলায় ১৮শ জন কৃষকের মাঝে ৫ টা করে মোট নয় হাজার নারিকেলের চারা, ৪ হাজার ২শত ২৫ জন কৃষককে জন প্রতি ৫ কেজি আমন ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা)’র সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ বলেন, উপজেলায় মোট ২৫ হাজার নারকেল গাছের চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিনের সঞ্চালনায় বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুল হুদা,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ. কালাম আজাদ, সরজ উদ্দিন মোড়ল, দেবদাস রায়, মোঃ এনামুল হক, ইয়াছিন আলী খান, মোঃ মফিজুর রহমান, মোঃ আফজাল হুসাইন, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, যুবলীগের পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড় সহ অনেকে। এ ছাড়াও এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ উপকারী ভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।