অনুষ্ঠিত হলো সাহিত্যসুবর্ণ আন্তর্জাতিক পত্রিকার প্রথম অনুষ্ঠান

বাংলাদেশ চিত্র ডেস্ক

গত ৩ ডিসেম্বর ২০২৩ শীতের আগমনী সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতি সভাঘরে অনুষ্ঠিত হয়েছে সাহিত্যসুবর্ণ আন্তর্জাতিক পত্রিকার প্রথম অনুষ্ঠান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ড. এমদাদ হোসেন স্যারের সম্পাদনায় আত্মপ্রকাশ করেছিলো সাহিত্য সুবর্ণ। সময়ের পরিক্রমায় এটির চতুর্থ বর্ষ সংখ্যার মলাট উন্মোচিত হলো সাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর সুজিত কুমার বসু, বিশিষ্ট অতিথিরা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর বুদ্ধদেব সাউ, ভূতপূর্ব অধ্যাপক ড. জয়ন্ত কুমার গুপ্ত, আকাশবাণীর প্রাক্তন অধিকর্তা সৈয়দ কওসার জামাল, বিশিষ্ট কবি প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক পার্থ সারথী গায়েন। উদযাপন কমিটির প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন অরবিন্দ সরকার।

অনুষ্ঠানে বাংলাদেশ, ত্রিপুরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কবি সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট কাজের জন্য সাহিত্য সুবর্ণ পুরষ্কার দেওয়া হয়েছে অমরেন্দ্র কালাপাহাড়, রাজা দেব রায়, শোভন বন্দ্যোপাধ্যায় কে, ভ্রমণ রসনা পুরস্কার শম্পা বণিক এবং বিশিষ্ট সম্পাদক পুরস্কার দেওয়া হয়েছে বাণীব্রত ,ড. তাপস কান্তি ঘোষ, নিশিথ বরণ সিংহ রায়, ড. মৃণাল কান্তি সাহা, সীমা সোম বিশ্বাস কে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বিধানেন্দু পুরকাইত এবং স্বপ্নাঞ্জন গোস্বামী। দীপন বাবুর গলায় অসাধারণ আবৃত্তি। সেই সঙ্গে সুচেতার নৃত্য।

সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি বেশ দারুণভাবে সম্পন্ন হয়েছে।

Share This Article