কেমনে করো কি যে


Parvej Husen Talukder প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২২, ৫:৪২ পূর্বাহ্ণ /
কেমনে করো কি যে

মানবতা বলিদান করে আরও বড়ো হও মানুষ!
আরও বড়ো হও!
আত্মার শেষকৃত্যের জন্য অমানুষ হয়ে মানুষের মাঝে রও
ভালয় মন্দয় জীবন সত্য পালটানো যে দায়
মানুষ হয়ে গেলেই তবে সমাজ শোভা পায়

আড়াল করে হিংস্র পশু দেবতা হও নিজে
তুমি হালায় এত্তো পারো কেমনে করো কি যে!