অমর একুশে বইমেলায় এবার আলোচনায় “স্যাংশন”


বাংলাদেশ চিত্র প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১১:৫৮ অপরাহ্ণ /
অমর একুশে বইমেলায় এবার আলোচনায় “স্যাংশন”
অমর একুশে বইমেলায় এবার আলোচনায় "স্যাংশন"

বিল্লাল হোসাইন, জামালপুর:

অমর একুশে বইমেলা ২০২৪ শুরু হয়েছে সপ্তাহ দুয়েক আগে । পাঠকরা বিভিন্ন স্টল থেকে তাদের পছন্দের বই কিনছেন প্রিয়জনদের নিয়ে। বিশেষ করে বিভিন্ন দিবস ও ছুটির দিনগুলোতে পাঠকরা মুখিয়ে থাকেন মেলায় যাওয়ার জন্য । 

এই বইমেলায় জনপ্রিয় কথাসাহিত্যিক সুলতানুল আরেফীন আদিত্য’র নতুন বই প্রকাশিত হয়েছে “স্যাংশন” যা ইতোমধ্যে বেশ আলোচনায় বইমেলার প্রাঙ্গণে । পাঠকরাও নিচ্ছেন স্বত্বস্ফূর্ত ভাবে । দুয়ার প্রকাশনীর সামনে গিয়ে দেখা যায় বেশকিছু পাঠকদের । যারা দূরদূরান্ত থেকে আসছেন প্রিয় লেখকের সাথে একটু দেখা কিংবা একটু অটোগ্রাফের আশায় । উত্তরবঙ্গ থেকে কর্মব্যস্ত লেখকও ছুটে গেছেন পাঠকদের আবদার মেটাতে । 

উল্লেখ্য সুলতানুল আরেফীন আদিত্য’র সাঁকো এবং একটি নীলপরী ও স্যাক্রিফাইস নামক দুটি গ্রন্থ প্রকাশিত হয় যা পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছিল । তারই ধারাবাহিকতায় এবার এসেছে “স্যাংশন” । স্যাংশন বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় দুয়ার প্রকাশনীর ৩৫৬ নম্বর স্টলে ।