খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল-উল-আযহা”র শুভেচ্ছা

সহ সম্পাদক (বার্তা)

বিশেষ প্রতিনিধি ::
বৃহত্তর কুমিল্লা অঞ্চল এর ” খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন ” এর খাদেম আমিরুল ইসলাম সবুজ এর পক্ষ থেকে মতলব (উঃ) তথা বৃহত্তর কুমিল্লা সর্বস্তরের জনগণ ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দ।তিনি পাশাপাশি মতলব (উঃ) উপজেলার সামাজিক সংগঠন দুর্বার পাঠশালা’র আজীবন সদস হিসেবে দায়িত্ব পালন করছে।

তিনি, এক শুভেচ্ছা বার্তায় বলেন, একটি শান্তিপূর্ন ও সহনশীল সমাজ গঠনে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহ্ এর প্রতি অপরিসীম আনুগত্য ধৈর্য ও সহনশীলতার অনুপম নিদর্শন।

পরিশেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি মতলব সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল আযহা শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সে সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।

Share This Article