
বিল্লাল হোসাইন, জামালপুর ::
জামালপুরে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসম সদর উপজেলার ১২ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের হাতে বীর নিবাসের চাবি তুলে দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বরকত উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সুজায়েত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মোঃ হায়দর আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা সহ আরো অনেকেই ।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন এবং সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তরের অনুমতি প্রদান করেন। জানা যায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৬৪টি জেলার মধ্যে প্রায় ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করা হবে। প্রতিটি বীর নিবাস নিমার্নে সরকারের ব্যয় হচ্ছে ১৪ লক্ষ ১০ টাকা। আজকে প্রধানমন্ত্রীর মাধ্যমে ৬৪ জেলায় ৫ হাজার বীর নিবাস হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর বীর নিবাস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব খাজা মিয়া সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।