
বিল্লাল হোসাইন, জামালপুর :
জামালপুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করেন জামালপুর সদর উপজেলা পরিষদ।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা,
সদর উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ প্রমুখ।
এসময় সদর উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।