নিবেদন তুমি হাজার অশ্রুতে
করিয়াছো মোরে ঋণী
ডুবো ডুবো তাই ঠাঁই নাহি পাই
ডুবিয়াছি এতো খানি ।
এইতো তোমার সরল কন্ঠে
কহিয়াছিলে হে
ধারে ধার ঘুরি পাই নি কোথা
তোমার মতো যে ।
তাইতো আমি হারাই হৃদয়
করিয়া বিলিন তোমায়
সর্বাঙ্গ দেই জলাঞ্জলি
নিঃস্ব করিয়া আমায় ।
আকাশের পানে তারা ফুলে
রোজ দেখি তাই তোমায়
অক্ষিতে মোর রাখিয়াছি তোরে
চাঁদের প্রতিমায় ।
আপনার মতামত লিখুন :