নওগাঁর ধামইরহাটে শিশু বান্ধব বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত


তোহান হোসেন পল্লব (নওগাঁ) প্রকাশের সময় : মে ২৫, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ /
নওগাঁর ধামইরহাটে শিশু বান্ধব বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে শিশু বান্ধব বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

আজ ২৫ মে ২০২৩ রোজ বৃহস্পতিবার নওগাঁর ধামইরহাট উপজেলার ৪ নং উমার ইউনিয়ন পরিষদে শিশু ও যুব ফোরামের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরে শিশু কল্যানে বাজেট বরাদ্দের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ ঘটিকায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আলিম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এরিয়া প্রোগ্ৰাম এর শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাঁসদা, ইউনিয়ন সচিব মোঃ রূহুল আমিন, অন্যান্য ইউপি সদস্যগন এবং উপজেলা শিশু ও যুব ফোরাম সদস্যবৃন্দ। উক্ত আলোচনা সভায় শিশু ও যুবরা তাদের কল্যাণের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দের জন্য সদয় দৃষ্টি কামনা করেন এবং শিশুদের কিছু দাবি দাওয়া তুলে ধরেন এবং চেয়ারম্যান ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় সৃষ্ট শিশু ও যুব ফোরামের আয়োজনে উপজেলার আলমপুর, উমার, জাহানপুর ও ধামইরহাট ইউনিয়নে শিশু সুরক্ষা শিশুদের উন্নয়নে বাজেট ডায়ালগ হয়েছে ও কার্যক্রম চলমান রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com