
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ
আধুনিক মানসম্মত ইসলামিক শিক্ষায় গড়ে উঠার জন্য নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের পূর্বে লাইফ কেয়ার হাসপাতালের সামনে মনোরম ও প্রাকৃতিক পরিবেশে আধুনিক ও উন্মুক্ত খেলাধুলা করার জন্য বিশেষ জায়গা নিয়ে উদ্ভোধন করা হলো ফারওয়া ইসলামিক ইন্টারন্যাশনাল একাডেমি।
মজ্ঞলবার (৫ই ডিসেম্বর) সকাল ১০ টায় অত্র একাডেমির প্রতিষ্ঠাতা, বানিজ্যিক শহর চৌমুহনী বাজারের সাবেক সভাপতি ও সালাহউদ্দিন মাস্টার একাডেমি টি উদ্ভোধন করেন।
ছাত্র ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত ও ধর্মীয় জ্ঞানের আলোকে যোগ্য নাগরিক গড়াই এই একাডেমির মুল উদ্দেশ্য। এতে রয়েছে ব্যক্তিক্রমি শিক্ষা ব্যবস্থা। মাতৃভাষা বাংলা, আন্তর্জাতিক ইংরেজি ভাষা, নৈতিক শিক্ষা, অভিজ্ঞ শিক্ষক মন্ডলি ধারা পরিচালিত, মাল্টিমিডিয়া প্রজেক্টের পাঠদান, ও ন্যাশনাল কারিকুলামে সমন্বয়ে গঠিত এই একাডেমি। পাশাপাশি থাকছে বাচ্চাদের জন্য ঘরোয়া পরিবেশে খেলাধুলার সুব্যবস্থা রয়েছে।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন মাস্টার তাঁর প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, সমাজের সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইসলামিক সম্মত উপায়ে আধুনিক শিক্ষা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিপূর্ণ আধুনিক ইসলামিক ও মানসম্মত একটি ধর্মীয় শিক্ষায় স্বপ্নের আগামি প্রজন্মকে শিক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আগামী প্রজন্মকে ইসলামিক বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষ গড়ে তুলতে এই স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলহাজ্ব মাওলানা মহিন উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিকিৎসক, সসমাজসেবক ও লাইফ কেয়ার হাসপাতালের কর্নধার ডাঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বোরহান উদ্দিন, চৌমুহনী রেলওয়ে মসজিদের খতিব ও লিবিয়া বাংলাদেশ কমিউনিটি স্কুলের সাবেক সভাপতি নুর নবী চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হোসেন মো. ফারুক, ফারহানা চৌধুরী, এলাকার গন্যমান্য ব্যক্তি ও ছাত্র ছাত্রী ও অভিভাবক সহ আরো অনেকে।
বাংলাদেশে চিত্র /আনিস