মায়ের থেকে শেখা


Parvej Husen Talukder প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২২, ৯:৪৬ পূর্বাহ্ণ /
মায়ের থেকে শেখা

খোকাকে দিলি কে

সুরুজের ঝিলিকে

আলো মাখা কচি মুখে

হাসি মখমলে,

শিখালি রতনে

মন প্রাণে যতনে

বই থেকে তাই খোকা

কত ছড়া বলে।

তার লেখা বর্ণ

যেনো খাটি স্বর্ণ

উল্লাসে পরিজন

এ প্রথম লেখা,

আম্মুর থেকে 

কল্পনা মেখে 

এই সব একে একে

হয়েছে যে শেখা।