খোকাকে দিলি কে
সুরুজের ঝিলিকে
আলো মাখা কচি মুখে
হাসি মখমলে,
শিখালি রতনে
মন প্রাণে যতনে
বই থেকে তাই খোকা
কত ছড়া বলে।
তার লেখা বর্ণ
যেনো খাটি স্বর্ণ
উল্লাসে পরিজন
এ প্রথম লেখা,
আম্মুর থেকে
কল্পনা মেখে
এই সব একে একে
হয়েছে যে শেখা।
আপনার মতামত লিখুন :