মুক্তকথনের উপ-সম্পাদক হলেন জাবির।


Parvej Husen Talukder প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ / ১০
মুক্তকথনের উপ-সম্পাদক হলেন জাবির।

জনপ্রিয় অনলাইন সাহিত্য পত্রিকা মুক্তকথন এর উপ-সম্পাদক হিসেবে আল জাবির আহমেদ-কে মুক্তকথন সম্পাদনা পর্ষদে যুক্ত করা হয়েছে। সম্প্রতি মুক্তকথনের অসিফিয়াল ফেসবুক পেজে পত্রিকাটির সম্পাদক পারভেজ হুসেন তালুকদারের স্বাক্ষরসংবলিত একটি বিজ্ঞপ্তি পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

আল জাবির আহমেদ মূলত বিভিন্ন দৈনিকে নিয়মিত লিখেন, মূলত ছড়া-কবিতায় তাঁর সৃজনশীলতার বহিঃপ্রকাশ। আল জাবির আহমেদের জন্ম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মধুপুর গ্রামে।