রাজশাহীতে নতুন জাতের সরিষার বাম্পার ফলন


মোঃ আলাউদ্দীন মন্ডল প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২২, ১:৫১ অপরাহ্ণ /
রাজশাহীতে নতুন জাতের সরিষার বাম্পার ফলন
রাজশাহীতে নতুন জাতের সরিষার বাম্পার ফলন

মোঃ আলাউদ্দীন মন্ডল(রাজশাহী):-
রাজশাহীতে নতুন হাইব্রিড জাতের সরিষা আবাদ করে এলাকায় আলোড়ন পড়েছে। অল্প খরচে বেশী ফলন ও দাম বেশী পাওয়ায় রাজশাহীর মোহনপুরে কৃষকদের কাছে এই আলোড়ন সৃষ্টি হয়েছে। নতুন হাইব্রিড জাতের এই সরিষার নাম রানী-১০। জানা গেছে,চলতি মৌসুমে রাজশাহীর মোহনপুর, পবা, তানোর, বাগমারা, গোদাগাড়ী, চারঘাট, বাঘাসহ প্রতিটি উপজেলার কৃষক রহমান পবা উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম টিপুর পরামর্শে হাইব্রিড জাতের রানী-১০ নামের সরিষার বীজ নিয়ে জমিতে আবাদ করে। এবার সে ৪ বিঘা জমিতে আবাদ করে বিঘা প্রতি ফলন পেয়েছে ১২-১৪ মন। তার এই ফলন দেখে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। মোহনপুর উপজেলার খাড়ইল এলাকার কৃষক হাতেম আলী জানান, “এবার চার বিঘা জমিতে রানী-১০ জাতের হাইব্রিড সরিষা ৪০০ টাকা কেজি দরে বীজ নিয়ে জমিতে রোপন করি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি অফিসারের পরামর্শে নিয়মিত সার-বীজসহ পরিচর্যা করায় ভাল ফলন পেয়েছি। চার বিঘা জমিতে মাত্র ১৬ হাজার টাকা খরচ হয়েছে। বিঘাপ্রতি ১২-১৪ মন ফলন হয়েছে। সব মিলিয়ে আশা করা যায় সেচসহ অন্যান্য খরচ বাদে ১ লক্ষ ২০ হাজার টাকা লাভ করব।”
শুধু কৃষক হাতেম আলী নয়,মোহনপুর উপজেলার কেশর হাট, হাটরা,ধুরইল, মহব্বতপুর খানপুর, পিয়ারপুর, জাহানাবাদসহ আরো বেশ কয়েকটি গ্রামের কৃষক এই জাতের সরিষা চাষ করে ফলন ভালো পাওয়াতে এলাকায় সাড়া পড়েছে।আগামীতে এই জাতের সরিষার আবাদ বেড়ে যাবে।মোনপুর উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোছাঃ রহিমা খাতুন জানান, “রানী-১০ জাতের হাইব্রিড এই নতুন জাতের সরিষার সন্ধান পেয়ে মোহনপুর উপজেলার কৃষকদের উদ্বুদ্ধ করি। এই সরিষা উচ্চতায় ৫-৬ ফুট উচ্চতা ও ফলন অন্যান্য সরিষার চাইতে অনেক বেশী হয়। কৃষকরা যখন সরিষা আবাদ শুরু করে তখন অন্যান্য সরিষা আবাদের চাইতে ভিন্ন ভাবে পরিচর্যার পরামর্শ দিয়ে এই ফলন পাওয়া গেছে বলে জানান।তিনি আরো বলেন,সরিষার ফলন অনেক বেশী হওয়ায় ওই এলাকায় বেশ সাড়া পড়েছে।এই মৌসুমে প্রায় ৬০ বিঘা জমিতে আবাদ হয়েছে। আগামীতে এই আবাদ আরো বেড়ে যাবে বলে জানান।
বাংলাদেশ চিত্র/আনিস

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com