সিন্ডিকেট দিয়ে আবারো আলোচনায় অভিনেতা জাহিদ ইসলাম


Parvej Husen Talukder প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২২, ২:৫১ অপরাহ্ণ /
সিন্ডিকেট দিয়ে আবারো আলোচনায় অভিনেতা জাহিদ ইসলাম

বড় পর্দা এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ ইসলাম। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ সিন্ডিকেট প্রকাশ পায়।সিন্ডিকেট এ মোস্তাক চরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারো আলোচনায় আসেন এই অভিনেতা। সিন্ডিকেট শিহাব শাহীন রচিত ও পরিচালিত বাংলাদেশী অপরাধ থ্রিলার ওয়েব সিরিজ।

এক সাক্ষাৎকারে বাংলাদেশ চিত্রকে জাহিদ ইসলাম তার বর্তমান ব্যস্ততা নিয়ে বলেন, বেশকিছু সিনেমার কাজ শেষ , যেখানে রয়েছে (১) রিভেঞ্জ (২) ছায়াবৃক্ষ (৩) নেত্রী দ্যা লিডার (৪) লিডার আমি বাংলাদেশ (৫) বুবুজান (৬) রোহিঙ্গার মতো আলোচিত সিনেমা।হাতে রয়েছে আগুন,বিট্রে সহ বেশ কিছু বিগ ব্যাজেটের সিনেমা।বর্তমানে বড় পর্দা ও ছোট পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছি।