আট মাসে রাজনৈতিক অঙ্গনে ২২ দল

বাংলাদেশ চিত্র ডেস্ক

গত আট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে অন্তত ২২টি নতুন রাজনৈতিক দল ও ৪টি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আ-আম জনতা পার্টি- এমন নানা নামে গড়ে উঠেছে এসব দল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই একের পর এক নতুন রাজনৈতিক উদ্যোগ সামনে আসতে থাকে। ছাত্রদের নেতৃত্বে গঠিত এনসিপি ছাড়াও এই সময়ের মধ্যে গণমাধ্যমে আলোচনায় এসেছে আরও দুই ডজনের বেশি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম।

এই ধারাবাহিকতায় নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চন। শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব হয়েছেন বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে এতগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে জনমনে এবং বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন দল গঠনের এই প্রবণতা নতুন নয়। অতীতেও নির্বাচনী সময়কে সামনে রেখে একাধিক নতুন দল গঠিত হয়েছে।

যদিও অনেকেই নতুন দলগুলোর আত্মপ্রকাশকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখেন, বিশ্লেষকরা মনে করেন- বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই এগুলো বিশেষ স্বার্থ ও ক্ষমতার বলয়ে জায়গা করে নেওয়ার কৌশলমাত্র।

Share This Article