সাহিত্য প্রতিবেদন ::
আমরা ভাই সাধারণ জনগন
করি না রাজনীতি, বুঝিনা রাজনীতি
করে খাই কর্ম, করি পেটনীতি
দেশের যে পরিস্থিতি
চলছে ভাই ফিলিস্তান-ইসরাইলিদের যুদ্ধ
এতে হারাচ্ছে মুসলিম ভাই-ভাই,
আপনজন, হচ্ছে ভাই আহত
বাড়ছে ভাই বাজারের জিনিসের দামের উর্ধ্বগতি
এখন আবার আমাদের এই বাংলা দেশের যে পরিস্থিতি
চলছে ভাই যুদ্ধের মতো রাজনীতি দলের দাঙ্গা-হাঙ্গা
চলছে ভাই হরতাল, চলছে ভাই অবরোধ
এতে হারাচ্ছি ভাই আপনজন, হচ্ছে ভাই আহত
বাড়ছে ভাই এতেও বাজারের জিনিসের দামের উর্ধ্বগতি
চলতে, ফিরতে, সংসার চালাতে হয়ে উঠছি অসস্থি
সৃষ্টি হয় ভাই আমাদের সাধারণ জনগনের মাঝে আতংক
এই অবরোধে ভাই কর্ম একদিন বন্ধ থাকিলে
চিন্তা হয় ভাই পেটনীতির
জ্বালাও-পুড়াও বাদ দাও সাধারণ জনগণের মধ্যে শান্তি দাও
বলছি ভাই আমরা সাধারন জনগণ রাজনীতি দলদের
আছে ভাই আমাদের সাধারণ জনগনের বিবেক
যার কর্ম যা-ফল পাবে তা
জ্বালাও-পুড়াও বাদ দাও সাধারণ জনগণের মধ্যে শান্তি দাও…
দাঙ্গা-হাঙ্গা বাদ দাও সাধারণ জনগণের মধ্যে শান্তি দাও…
লেখক : মোঃ আশিকুর রহমান ।