মোহাম্মদ অংকন’র নতুন বই ‘আমার তোমাকেই লাগবে’

বাংলাদেশ চিত্র ডেস্ক

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক মোহাম্মদ অংকন’র কবিতার বই ‘আমার তোমাকেই লাগবে’। বইটি প্রকাশ করছে লেখাচিত্র প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শফিক মামুন। ৪৮ পৃষ্ঠার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ইতোমধ্যে শুরু হয়েছে প্রি-অর্ডার।
‘আমার তোমাকেই লাগবে’সহ মোহাম্মদ অংকন’র বর্তমানে বইয়ের সংখ্যা দাঁড়ালো ২২। তবে কবিতা হিসেবে এটি তৃতীয় ও ‘দুঃখ’ সিরিজের দ্বিতীয় বই। এই সিরিজের প্রথম বই ‘ভালোবেসে দুঃখ ছুঁয়েছি’ প্রকাশ হয় বিগত বইমেলায় যা পাঠকমহলে বেশ সাড়া জাগায়।
নতুন বই প্রসঙ্গে কবি বলেন, ‘আমি দুঃখবোধের কবিতা বেশি লিখি। আমি মনে করি, দুঃখের মধ্যে সুখও লুকায়িত। মানুষের সুখ-দুঃখ, পাওয়া না পাওয়ার উপাখ্যান হতে পারে বইটির কবিতাগুলো। কবিতাগুলো পড়ে মনে হতে পারে, এমন কাউকে ভালোবাসা হয়েছিল; যাকে কাছে পেলে হয়তো জীবনে পূর্ণতা আসতো। সেই অপূর্ণতার কঠিনতম আস্ফালনের প্রতিধ্বনি ‘আমার তোমাকেই লাগবে’।’
তরুণ লেখক মোহাম্মদ অংকন নাটোরের সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কম্পিউটার বিভাগে কর্মরত। প্রতিবছর বইমেলায় তার একাধিক বই প্রকাশ হয়। সম্প্রতি একটি প্রকাশনীর সাথে কিশোর উপযোগী তিনটি বই প্রকাশের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Share This Article