“আমরা হাংকি পাংকি বুঝি না-এটা রাজনৈতিক ভাষা নয়। জনগণ এমন কথা পছন্দও করে না। আমরা বুঝি ধানের শীষের বিজয়।”—এমন মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো চৌদ্দগ্রামে ফিরে আসেন তিনি। আর সেই প্রত্যাবর্তন ঘিরে পুরো উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। হাজারো নেতাকর্মী ও সমর্থক ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। দুই হাজারেরও বেশি মোটরসাইকেল এবং শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়।
পথসভায় কামরুল হুদা বলেন,
“চৌদ্দগ্রামবাসী আজ গণতন্ত্র, অধিকার আর মানুষের ভোটের মর্যাদা ফিরিয়ে আনার লড়াইয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, জনগণের ভোটেই হবে আমাদের বিজয়।”
সকাল ১১টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ থেকে বিশাল শোডাউন যাত্রা শুরু হয়। পরে আমজাদের বাজার, বাতিসা, পদুয়া রাস্তার মাথা, লক্ষীপুর বাজার, আলকরা, কালিয়ারতল, গুনবতী, চৌধুরী বাজার, জগন্নাথদীঘি, ধোড়করা, চিওড়া, করপাটি, কনকাপৈত, মুন্সিরহাট, কাদৈর, শুভপুর, কাশিনগর, কলাবাগান, শ্রীপুর, রাজার বাজার, কালিকাপুর, মিয়া বাজার পাম্প, উজিরপুর, আমানগণ্ডা ও ঘোলপাশা ইউনিয়নসহ পুরো উপজেলা জুড়ে গণসংযোগ চালানো হয়।
ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে শোডাউনে অংশ নেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ।
দিনব্যাপী এ মহাসমাবেশ ও বর্ণাঢ্য শোডাউন চৌদ্দগ্রামে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সন্ধ্যায় পুনরায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এসে প্রচারণা কর্মসূচির সমাপ্তি ঘটে।