নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়াইউনিয়নের লেমুয়া গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তিনটি পরিবারের বসত ঘরে হামলা ও একটি বসতঘরে অগ্নিসংযোগ এবং একটি দোকানে লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। হামলায় অন্তত তিন জন আহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে৷ এগারো টার দিকে স্থানীয় আনিস, সোয়াব মিয়া ও আমিনের নেতৃত্বে এক থেকে দেড়শ জন নিয়ে সশস্ত্র লোক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লেমুয়া গ্রামের আইয়ুব আলী বাড়ির আইয়ুব আলির নাতী মোহাম্মদ ফারুক এর বসতঘরে প্রথমে ভাঙচুর এবং পরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, গৃহস্থালী, নগদ টাকা, স্বর্নগয়না সামগ্রী সহ তারা লুট করে নিয়ে যায়।
এসময় একই এলাকার মামুনুর রশিদের দোকানে হামলা চালিয়ে নগদ টাকা, ফ্রিজ, এলএইডি টিভি, অন্যান্য মালামাল সহ মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে দোকান ও ঘরে মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা বলেন, আমাদের এলাকার কয়েকটা স্কুল পড়ুয়া তরুণীকে দীর্ঘদিন উত্যক্ত করা হচ্ছিল। আমরা প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়। পরে রাতেই সংগঠিত হয়ে এসে আমাদের উপর হামলা চালায় এবং সবকিছু পুড়িয়ে দেয়।
হামলায় আহত মোহাম্মদ শামীম, মোহাম্মদ লোকমান, মামুন সহ তিন জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ সহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ধরনের হামলার অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।